Appointment Booking
কিভাবে বুকিং করবেন
বুকিং এর জন্য নিচের ঘর থেকে লোকেশন সিলেক্ট করুন, এরপর ডাঃ ফয়েজা সিলেক্ট করুন। এরপর আপনার তারিখ এবং সময় সিলেক্ট করুন। এরপর আপনার প্রয়োজনীয় তথ্য গুলো দিন। অ্যাপয়েন্টমেন্ট এর জন্য ১০০ টাকা (অফেরতযোগ্য) বিকাশের মাধ্যমে প্রদান করুন,এরপর বুকিং পেইজে বিকাশের তথ্যগুলো দিয়ে বুকিং সম্পন্ন করুন। ডক্টর ফিস এর বাকি টাকা ডক্টর এর চেম্বারে প্রদান করিতে হবে।প্রথম ফলোয়াপের রুগির জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন নেই। সরাসরি এসে দেখাতে পারবেন। অন্যদের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয়া বাধ্যতামুলক।
ভুল তথ্য প্রদানকারীর বুকিং বাতিল করে দেয়া হবে।
আপনার অ্যাপয়েন্টমেন্টটি নিশ্চিত করতে আপনার তথ্যগুলো দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করুন, এরপর বিকাশ দ্বারা 100 টাকা (অফেরতযোগ্য) প্রদান করে অ্যাপয়েন্টমেন্টটি সম্পন্ন করুন। ।ডক্টর ভিজিটের বাকি টাকা চেম্বার এর কাউন্টার এ প্রদান করুন। অনেক সময় ইমার্জেন্সি ডেলিভারি এবং অপারেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট টাইম মত দেখা সম্ভব নাও হতে পারে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
আপনার সবগুলো তথ্য সঠিকভাবে দেয়ার পর আমরা আপনার তথ্যগুলো যাচাই করে দেখবো। তথ্যগুলো সঠিক থাকলে আমরা একটি কনফার্মেশন এসএমএস এবং ইমেইল (স্প্যাম ফোল্ডার ও দেখে নিবেন) পাঠিয়ে আপনার বুকিংটি নিশ্চিত করব। আমাদের কনফার্মেশন এসএমএসের জন্য দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনি যদি ২৪ ঘন্টার মধ্যে কোনও কনফার্মেশন এসএমএস না পেয়ে থাকেন তবে আমাদের সাথে ‘01716655311‘ এই নম্বরে যোগাযোগ করুন।
ফিস
- নতুন রোগীর ভিজিট
1300 টাকা
- পুরাতন রোগীর ভিজিট
1100 টাকা
- ভিসিট করার ৭ দিনের মধ্যে রিপোর্ট দেখাতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না এবং কোন ফি দিতে হবে না।